Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

ক্রমিক

নং

অফিসেরনাম

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি/ট্যাক্স / আনুষঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/ বিধি-বিধান

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থহলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

উপজেলা প্রকৌশলীর অফিস

সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান

উপজেলা প্রকৌশলী (জেলার ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী)

জেলা ও উপজেলারঅন্তর্গত উন্নয়নমুলক কাজ সমাপ্তির পর সংশ্লিষ্ট ঠিকাদারকে কৃত কাজের সনদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট উপজেলা/জেলা অফিসে আবেদন করতে হয়। সংশ্লিষ্ট উপজেলা/জেলা অফিস কর্তৃক যাচাই-বাচাই করে সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদানের প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১-৬ দিন

কোন ফি প্রদান করার প্রয়োজন নাই

PPR-2008

সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী 

০২

--

উৎসে কর কর্তন প্রত্যয়ন পত্র

--

ক্রয় কার্যক্রম সম্পন্ন করার পর ঠিকাদার কৃত কাজেরউৎসে কর কর্তন প্রত্যয়ন পত্রপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট ক্রয়কারী অফিস এর নিকট আবেদন করেন। আবেদনটি সংশ্লিষ্ট অফিস কর্তৃক যাচাই-বাছাই এর পর তথ্য সঠিক থাকলে উৎসে কর কর্তনের প্রত্যয়ন পত্র প্রদান করা হয়।

১-৬ দিন

কোন ফি প্রদান করার প্রয়োজন নাই

অর্থ-মন্ত্রণালয় হতে জারিকৃত পরিপত্র

০৩

--

এলজিইডির উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে  তথ্য প্রদান

--

এলজিইডি’র উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে  তথ্য প্রাপ্তির জন্য কোন ব্যক্তি বা  প্রতিষ্ঠানের আবেদন করলে তথ্য অধিকার আইনের আওতায় পড়ে কী

কিনা তা যাচাই করা হয়। যাচাই অন্তে তথ্য প্রদান করার যোগ্য হলে তথ্য প্রদান করা হয়। আর তথ্য দেয়া সম্ভব না হলে আবেদনকারীকে তথ্য প্রদান না করার বিষয়টি অবহিত করা হয়।

৩-৯ দিন

তথ্য অধিকার আইনের আওতায় নির্ধারিত ফি

তথ্য অধিকার আইন, ২০০৯

০৪

নির্বাহী প্রকৌশলীরঅফিস

নির্মাণ কাজের যন্ত্রপাতি ও যানবাহন ভাড়া প্রদান

নির্বাহীপ্রকৌশলী

সরকারি/বে-সরকারিসংস্থা বা  ব্যক্তি পর্যায়ের নির্মাণ কাজের জন্য যন্ত্রপাতি ও যানবাহন ভাড়ার নিমিত্তে নির্বাহী প্রকৌশলীর বরাবর আবেদন করতে হয়। নির্বাহী প্রকৌশলীর অফিস অথবা অধীনস্থ  অফিস কর্তৃক যাচাই-বাছাই করা হয়। যাচাই অন্তে নির্মাণ কাজের জন্য সরকারি যন্ত্রপাতি/ যানবাহন ভাড়ায় দেয়া হয় অথবা না দেয়ার বিষয়টি জানিয়ে দেয়া হয়।

 

৪-১০ দিন

 এলজিইডি নির্ধারিত পরিমান।

Approved Rate Schedule

সংশ্লিষ্ট আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী

০৫

নির্বাহী প্রকৌশলীরঅফিস

মান নিয়ন্ত্রণ সংক্রান্ত ল্যাব টেস্ট সেবা

নির্বাহীপ্রকৌশলী

জেলা ও উপজেলার অন্তর্গত উন্নয়নমুলক কাজ প্রতিটি স্তর সমাপ্তির পর ঠিকাদার কৃত কাজের ল্যাব টেস্ট করার  জন্য সংশ্লিষ্ট উপজেলা/জেলা অফিসে আবেদন করেন। অত:পর  সংশ্লিষ্ট অফিস কর্তৃক আবেদনের যথার্থতা যাচাই-বাছাই করা হয়। যাচাই অন্তে সংশ্লিষ্ট অফিস কর্তৃক প্রয়োজনীয় টেস্ট সম্পাদনপৃর্বক  সনদ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরীক্ষা ভেদে ৪- ৪০ দিন

এলজিইডির Rate Schedule মোতাবেক নির্ধারিত ফি

Approved Rate Schedule

সংশ্লিষ্ট আঞ্চলিক তত্ত্বাবধায়পপ্রকৌশলী